ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত এক

এস.এম.জয়,বগুড়া:

বগুড়ায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে ওই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী জীবন ইসলাম নিহত হয়েছেন।

 

নিহত জীবন ইসলাম ঢাকা-রংপুরগামী মৌমিতা বাসের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার চরচড়া গ্রামে।

 

সোমবার দুপুর সোয়া ১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে রবিবার রাত সাড়ে ৩টার দিকে শেরপুর পৌরশহরের উপজেলা পরিষদের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, ঈদের ছুটি শেষে মৌমিতা বাসটি পোশাক কারখানার শ্রমিকদের নেয়ার জন্য রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে রাত সোয়া ৩টার দিকে বাসটি শেরপুর পৌরশহরের উপজেলা পরিষদের উত্তর পাশে একটি পেট্রোল পাম্পের সামনে মহাসড়কের ডিভাইডারকে ধাক্কা দিলে বাসের চালকের সহকারী মহাসড়কে ছিটকে পড়েন। এরপর ওই বাসের চাপায় পিষ্ট হয়েই ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক”CNN Bangla 24″ -কে জানান,সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।