বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কবি ও কথা সাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি’র শহরস্থ বাসভবনে শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় একঝাঁক গুণিজনদের মিলনমেলায় মনোমুগ্ধকর সাহিত্যাড্ডা সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক গলুই প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী সাইফুল হকের সঞ্চালনায় এ গুণীজন সমাবেশ ও সাহিত্যাড্ডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক বিশিষ্ট কবি ও গবেষক ডক্টর ফরিদ উদ্দিন ফারুক, কবি ও সাংবাদিক অধ্যাপক কমরুদ্দিন আহমদ, কবি ও কথাসাহিত্যিক কণ্ঠশিল্পী জাকারিয়া সিরাজ, বাংলাদেশ পুলিশের পদপ্রাপ্ত সদস্য মো. শের আলী পিপিএম, মাস্টার মোহাম্মদ হোসাইন সিকদার, সাংবাদিক শিব্বির আহমদ রানা, আবৃত্তি শিল্পী ফোরকান মাহমুদ, বিশিষ্ট কণ্ঠশিল্পী মোস্তফা মুরাদ, তরুণ লেখক তৌহিদুল বারী, ব্যাংকার ও কবি মো. সোহেল, ব্যাংকার মোহাম্মদ বোরহান উদ্দিন, নাসিরাবাদ পলিটেকনিক্যালের শিক্ষক প্রকৌশলী শাহাদাত হোসাইন সহ অসংখ্য গুণীজন।
এ সময় লেখা পাঠ ও গান পরিবেশনের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।