টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।
জানা যায়, দোকানে মূল্য তালিকা না থাকায় এলপি গ্যাস ব্যবসায়ী জাহিদ স্টোরের মালিক জাহিদুল ইসলামকে ৫ হাজার টাকা এবং আলু-পেঁয়াজের দোকানদার শামীম ও মোঃ আক্তার হোসেনকে ৫শ’ টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে পুরাতন কাঁচা বাজারে মানুষ চলাচলের রাস্তা দখল করে ফুটপাতে দোকান মালিকদের বিশেষ সতর্ক করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন। সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।