ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছ‌ড়ি জেলার মা‌টিরাঙ্গায় বজ্রপা‌তে আরিফ হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মুস‌লিমপুরের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আরিফ হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে এবং মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

মা‌টিরাঙ্গা থানার ওসি মোঃ জাকা‌রিয়া বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন কোন লিখিত অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনেরা জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আরিফ তার বোনের বাসায় যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। এ সময় নিহতের মা-বাবাসহ স্বজনদের সান্ত্বনা দেন এবং নিহতের বাবা আবুল হোসেনের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন ও পৌরসভার কাউন্সিলর এমরান হোসেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪