![](https://cnnbangla24.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-14-at-12.36.58-PM.jpeg)
নিজস্ব প্রতিবেদক
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিকল্পনার আলোকে সংগঠনের কাজকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বন্দর থানাধীন ৩৭ নম্বর প্রশাসনিক ওয়ার্ডের উদ্যোগে বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি কামরুল হাসানের সঞ্চালনায় ও ওয়ার্ড আমীর ফিরোজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আমীর মাহমুদুল আলম, থানা সেক্রেটারি ইকবাল শরীফ, সাবেক কাউন্সিলর শফিউল আলম, মাওলানা রুহুল আমিন, ওয়ার্ড সভাপতি জাহিদ হোসেন, মোস্তফা কামাল, মমতাজ উদ্দিন প্রমুখ।