ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের টেকনাফে লবণ বোঝাই ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত।

মোঃ আলমগীর আকাশ ,টেকনাফ:

সোমবার (২০ মে) রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় মেইন সড়কে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কবির মোহাম্মদ মনিরুল আজম (৫৪) টাঙ্গাইল জেলার ভুঁইয়াপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে কর্মরত ছিলেন। লেদা,হ্নীলা,বাহারছড়া, টেকনাফ সদর,, হোয়াইক্যং, ক্যাম্প (২১,ক্যাম্প-২৪) তার কন্ট্রোলিং এরিয়া ছিল।

স্থানীয়দের বরাতে আবুল হোসাইন বলেন, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন দক্ষিণের ব্রিজ এলাকায় কক্সবাজারমুখী একটি লবণ বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে গেলে ট্রাক চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে আরোহীর মৃত্যু হয়।

এসআই বলেন, বিকেলে কবির মোহাম্মদ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষ করেন। পরে রাত ৮ টার আগ পর্যন্ত মোচনী বাজার এলাকায় পরিচিতিদের সঙ্গে সময় কাটান। রাতে মোটরসাইকেল যোগে টেকনাফ উপজেলা সদরে ফেরার সময় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বিকেলে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প সময়ের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সময় কিছু পরিমাণ পানি মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের ওপর জমে থাকে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে বৃষ্টির জমে থাকা পানিতে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে ট্রাকচাপায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

এঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেছে, লবণ বোঝাই ট্রাকটি জব্দ করেছে পুলিশ।