ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের রামু হতে ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক :

একজন মাদক কারবারী ৮ হাজার পিস ইয়াবাসহ রামু উপজেলার কচ্ছপিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব ১৫। শুক্রবার ২৩ জুন এ অভিযান পরিচালনা করে।

 

র‌্যাব সূত্রে জানা গেছে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোছড়ি এলাকায় একজন মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে ইয়াবাসহ অবস্থান করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে মফিজুর রহমান নামের এক ব্যক্তিকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির রক্ষিত শপিং ব্যাগ তল্লাশী করে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার মাদক কারবারী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মামা ভাগিনা এলাকার নুরুল আলমের পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪