ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের নেতৃত্বে তৃতীয় লিঙ্গের জারা ইসলাম

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে এই প্রথম তৃতীয় লিঙ্গ থেকে ছাত্র রাজনীতিতে নেতৃত্বের স্থান পেয়েছেন জারা ইসলাম। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়নমৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশনে গঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন জারা ইসলাম।

কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কৈরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রিন্স রায় পিয়াস।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, তৃতীয় লিঙ্গের অধিকার সহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে সংগঠনটি। জারা ইসলামকে মৌলভীবাজার জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়। জারা ইসলাম শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।