ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরে ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ছাদ থেকে পড়ে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকায় ওয়াসিত্ত্ব টাওয়ার-২ এ ঘটনা ঘটে।

মৃত ওই নারী চিকিৎসকের নাম ফিরোজা বেগম (৫৪)। তিনি ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ নিরাঞ্জন কুমার দাসের স্ত্রী। এই দম্পতির একটি মেয়ে রয়েছে।

জানা যায়, নিরাঞ্জন ঢালী ওয়াসিত্ত্ব টাওয়ারের সাত তলায় একটি ফ্লাটে বসবাস করতেন। সকালে স্বামী নিরাঞ্জন ঢালী হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে যান। তার মেয়ে ঘরে পড়াশোনা করছিল। ঘটনার আগে ফিরোজা বেগম দশতলা বিশিষ্ট ওয়াসিত্ত্ব টাওয়ারের ছাদে পায়চারী করছিলেন। বেলা ১১টার দিকে ফিরোজা বেগম ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী ফরিদপুর কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিরঞ্জন দাস জানান, তার স্ত্রী গত প্রায় আড়াই বছর ধরে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে তার চিকিৎসাও চলছিল। গত রোববার ঢাকা থেকে চিকিৎসা করিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল গফফার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিরঞ্জন ঢালী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।