ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে অপহৃত দু`রোহিঙ্গা যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে অপহৃত দু`রোহিঙ্গা যুবক উদ্ধার করেছে ১৬ এপিবিএন। গত ৭ মাসে ৮৫ জনের অধিক জনসাধারণ অপহরণের শিকার হয়েছে। বিষয়টি জানিয়েছেন ১৬ এপিবিএনের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা।

 

উদ্ধার যুবকরা হলো টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৩) ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬)। ৩০ জুন তাদের উদ্ধার করে।

 

উদ্ধার যুবকদের ৮ দিন পর শালবাগান ক্যাম্পের এ/০৯ ব্লকের কাটাতার বেষ্টনীর বাইরের আহত অবস্থায় পাওয়া যায়। ১৬ এপিবিএন ৩০ জুন খবর পেয়ে তাদের উদ্ধার করে। গত শুক্রবার (২৩ জুন) রাত ৮টার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকান এলাকা হতে অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এ/০৫ ব্লকের দুইজন রোহিঙ্গাকে অপহরণ করে ক্যাম্পের পশ্চিম পাশে গহীন পাহাড়ে নিয়ে যায়।

 

১৬ এপিবিএনের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, শালবাগান এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের ক্যাম্প এ/০৯ ব্লকের কাটাতার বেষ্টনীর বাহির থেকে আহত অবস্থায় উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, টেকনাফে গত ৭ মাসে ৮৫ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছে। প্রত্যেক ভিকটিম অপহরণকারীদের মোটা অংকের মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসে। মুক্তিপণের টাকা দিতে না পারায় টমটম (ইজিবাইক) চালকসহ ৪ জনকে অপহরণকারীরা খুন করে।

 

নুর মোহাম্মদ,সিএনএনবাংলা২৪