ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি করেছে।

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে বগুড়া সদরের শাখারিয়া-পল্লীমঙ্গল হাট এলাকায় ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।

 

এর সত্যতা নিশ্চিত করে ব্যাংকের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লাখেরও বেশি টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি, সিন্দুক কেটে সব টাকা চুরি হয়ে গেছে।’

 

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন ‘বগুড়া সদরের শাখারিয়া-পল্লীমঙ্গল হাট এলাকায় দোতলা একটি ভবনের নিচে এনআরবিসি ব্যাংকের উপশাখা অফিস। আরেকপাশে একটি এনজিওর অফিস। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ির মালিক ৯৯৯-এ (হটলাইন নম্বর) কল করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তাকর্মী নেই। পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।