কোহিনূর হেলাল, কক্সবাজার :
কক্সবাজারের মহেশখালীতে ২০২৩ সালের কর্ম বিবেচনায় শ্রেষ্ঠ সিনিয়র স্টাফ নার্স হিসেবে সম্মাননা পেয়েছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি বিভাগের সিনিয়র নার্স সীমা আক্তার নাভানা।
২০ এপ্রিল মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাফুজুল হক, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আজমল শেহজাদ, থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান।