ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বামী-স্ত্রী মিইল্লা, টাকা খাইলো গিইল্লা!

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দোকানে পুঁজি দেওয়ার জন্য ধার নিয়ে স্বামী মোঃ মনির হোসেন ও স্ত্রী শাহনাজ বেগমের বিরুদ্ধে ৫ লাখ টাকার বেশি প্রতারণার অভিযোগ করেছেন মোঃ ইকবাল হোসেন নামের এক যুবক।

অভিযুক্ত দুজনের বাড়ি শুভরিয়া, থানা ফুলবাড়ীয়া, জেলা -ময়মনসিংহ। বর্তমান ঠিকানা-বাড়ী নং-১১,অভিমিত্র ঘাট রোড, গুরিবাজার, কোতোয়ালি- চট্রগ্রাম।

বিগত ২০০০ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ অভিযোগের পর তারা পাওনাদার ইকবাল হোসেনকে মোট সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ করবে বলে জানিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকবার বলার পর মনির হোসেন ও শাহনাজ বেগম পাওনা আদায় না করে গ্রামের বাড়িতে গিয়ে ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন । এর সত্যতা নিশ্চিত করতে সিএমএম (চট্টগ্রাম আদালত) সিআর মামলা নং ৩৬৩/২০ এবংর্্যাব-১৪ (ফুলবাড়ী) এর পরিচালক বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

 

ভুক্তভোগী মোঃ ইকবাল হোসেন আবারও অভিযোগটি বুধবার সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে বলেন, সেই সময়ে মনির হোসেন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে দোস্ত বিল্ডিং এলাকায় দোকানের পুঁজি দিতে ৫লাখ টাকা নিয়ে দীর্ঘ ২-৩ বছর উধাও থাকেন।

 

বিষয়টি নিশ্চিত করতে কোতোয়ালি থানার কর্তব্যরত ডিউটি অফিসারের নিকট জানতে চাইলে থানা সূত্র জানায়, দীর্ঘদিনের অভিযোগ জানিয়ে এটি প্রতারণামূলক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাদের খোঁজা হচ্ছে এবং দুইজনই পলাতক রয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরও ৪-৫টি অভিযোগ বিভিন্ন থানায় আছে বলে বাদী ইকবাল, সাক্ষী মোঃ বেলাল হোসেন ও মোঃ হাফিজ জানিয়েছেন।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪: