ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে চোলাই মদসহ টমটম গাড়ি জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২জানুয়ারি ) রাতে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এর দিক নির্দেশনায় এস আই মো: ইউসুফ ও এসআই সৌরভ বডুয়া এর নেতৃত্বে একদল পুলিশ নাইক্ষ্যংছড়ি বাজারস্থ সড়কে অভিযান পরিচালনা করে এসব চোলাইমদ সহ তাদের আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ২ যুবক ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নের দরগাহ পাড়ার মন্জুর আলমের ছেলে মো: জসিম উদ্দিন (৩৯) ও মুত নজির আহমদের পুত্র রশিদ আহমদ (৫২)।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশী তৈরি চোলাইমদসহ এ দুই যুবককে আটকের বিষয়ট সাংবাদিকদের নিশ্চিত করেন।

আটক ২ মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেন। এছাড়া মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।