ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনাদিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হানিফ সাকিব, হাতিয়া:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে সোনাদিয়া ইউনিয়ন বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সোনাদিয়া চরচেঙ্গা বাজারে এসব অনুষ্ঠানমালা পালিত হয়।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: মিলাদ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সোনাদিয়া ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব।

 

এসময় সোনাদিয়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে হবে। স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪