ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে ত্রিমুখী লড়াইয়ে ছালামের জয়

নিজস্ব সংবাদদাতা :

চট্টগ্রাম: চট্টগ্রাম -৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ফলাফলে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম।

 

তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৬৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয় কুমার চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।

 

এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সোলাইমান আলম শেঠ পেয়েছেন ৮ হাজার ২৩২ ভোট। এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৮৪টি।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।