ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলিন্ডারের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলো দমকল বাহিনী

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

বন্দরনগরী চট্টগ্রামের তিন পুলের মাথা এলাকায় মঙ্গলবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিসের একটি দল জনগণকে সামনে রেখে একটি খালি ড্রামে আগুন ধরিয়ে ভেজা চটের বস্তা দিয়ে আগুন নিভিয়ে ফেলার প্রশিক্ষণ দেয়। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে খালি বালতি আগুন ধরা গ্যাস সিলিন্ডারের মুখে দিলেই আগুন নিভে যায় এসময় জানানো হয়।

 

দমকল বাহিনীর সদস্যরা জানান, অক্সিজেনের অভাবে আগুন নিভে যায়। এসময় উপস্থিত লোকজন ও প্রত্যক্ষদর্শীদের দিয়েও আগুন নিভিয়ে দেখানো হয়েছে। উপস্থিত জনগণ সানন্দে আগুন নেভানোর দৃশ্যগুলো প্রত্যক্ষ করেন এবং অগ্নি দুর্ঘটনায় তাৎক্ষণিক করনীয় নির্ধারনে অবগত হন।

 

এসময় গ্যাস সিলিন্ডারের ব্যবহার ও কিভাবে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে তা ব্যবহার করতে হয় তা দেখানো হয়েছে। যদি আগুন নেভানো নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে পাশের বাড়ির লোকজনের সহযোগিতা নিতে হবে এর মাঝেই বিশেষ জরুরী সেবা নাম্বার ৯৯৯ বা ফায়ার সার্ভিস অফিসে ফোন করে জানাতে হবে।