ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাউথ সিটি পাবলিক স্কুলের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

ক্রিড়া প্রতিবেদক, চট্টগ্রাম :

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডস্থ সাউথ সিটি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান শিক্ষক মোঃ খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ আসলাম।

 

এতে বিশেষ অতিথি ছিলেন কেয়ারের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ এম নজরুল ইসলাম খান, সানমুন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, কর্ণফুলী মডেল স্কুলের সভাপতি মোঃ এনায়েত হোসেন, প্রভাতি আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ক্রীড়া সংগঠক সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা , সংগঠক মোঃ ফজলুর রহমান, ব্যবসায়ী মোঃ আব্দুস সাঈদ, শিক্ষক এম এ শাকিল।

 

প্রথম দিন সাহিত্য ও সংস্কৃতি বিভাগের কবিতা ও ছড়া পাঠ এবং গান, নাচ, হামদ-নাত, সূরা-গজল এবং দলীয় দেশাত্মবোধক গান, একক ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়।

 

শনিবার দুপুরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।