ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম :

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) এর সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বিকেলে ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড মাঠে ১৪ তম আন্তঃ বিভাগীয় ফুটবল টূর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিওপিএস (পূর্ব) মোঃ শহিদুল ইসলাম।

সন্মানিত অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন-সিএমও (পূর্ব) ডাঃ ইবনে শফি আব্দুল আহাদ ,অতিঃ সিওপিএস (পূর্ব) মোঃ জাকির হোসেন, ডিআরএম? চট্টগ্রাম) মোঃ সাইফুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন ডিএসএ (ঢাকা) দলকে ২-০ গোলে পরাজিত করে ডিএসএ (হেডকোর্য়াটার) দল জয়লাভ করে।