ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

হাটহাজারীর ইসলামিয়া হাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মরিয়ম বেগম (৫০) নামের ওই নারীর বাড়ি উত্তর মাদার্শা রহমত ঘোনা এলাকায়। তার স্বামীর নাম মোহাম্মদ মিয়া। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হাটহাজারীমুখি দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই মরিয়ম বেগমের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।