ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪ শুরু হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটির আয়োজনে জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ শুক্রবার সকাল ১১ ঘটিকায় এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিন।

 

দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও দাবা কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম তারেক সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম,যুগ্ম সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম,নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাবা কমিটির যুগ্ন সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ,ফিদে মাস্টার আব্দুল মালেক,সদস্য নুরুল আমিন, দাবা খেলোয়ার সমিতির সভাপতি শহীদুর রহমান।

 

এই চ্যাম্পিয়নশিপে ২৩জন মহিলা দাবাড়ু অংশগ্রহণ করেন. শুক্রবার প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ান ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ানশীপে চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করিবে।