ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালী লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের নির্বাহী কমিটি গঠন

শিব্বির আহমদ রানা,বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালী লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন (রেজিঃ ২৮৯০) এর নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভার সর্বসম্মতিক্রমে লবণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন ৯ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটিতে মাওলানা মোহাম্মদ হোছাইনকে সভাপতি ও হাফেজ মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন কার্যকারী সভাপতি মোস্তফা আলী, সহ-সভাপতি মাওলানা আমির হোছাইন, সহ-সাধারণ সম্পাদক মনির উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবদুস সত্তার, কোষাধ্যক্ষ জামাল উদ্দীন, প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম।

এ কমিটির মেয়াদ চলতি বছরের ২০২৪ সাল পর্যন্ত বলবৎ থাকবে বলেও ঘোষণা করা হয়।