বিশেষ প্রতিবেদক.
চট্টগ্রাম জেলা ও ১৫উপজেলায় ৮ লাখ শিশু কে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে ১৮ জুন
চট্টগ্রামের ১৫ উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী ১৮ই জুন। এবারের ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলায় ৮ লাখ ২০ হাজার ৪৮০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে এ কার্যক্রম চালানো এবারের ক্যাম্পেইনে হবে। এতে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯৪ হাজার ৯১ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ২৬ হাজার ৩৮৯ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমুখ।
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: