ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাফেজ এজহারুল হকের জানাজা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :
চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার (চাম্বল বড় মাদরাসা) হেফজ বিভাগের বিভাগীয় প্রধান সাবেক শিক্ষক হাফেজ এজহারুল হক রোববার রাত ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। প্রবীণ এ হাফেজে কোরআন দীর্ঘ ৩৫ বছরের অধিক সময় ধরে চাম্বল বড় মাদরাসায় জেফজ বিভাগে শিক্ষকতা করেন। তাঁহার হাতে কয়েক হাজার ছাত্র কোরআনের হাফেজ হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের বড় ছেলে হাফেজ ইসহাকের ইমামতিতে রোববার দুপুর ২টায় বৈলছড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় নুইন্যা পুকুর পাড় জামে মসজিদের মাঠে তাঁহার জানাযার নামায সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজার নামাযে অংশগ্রহণ করেন বৈলছড়ি ইউপির চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাও আহমদ হোছাইন, বৈলগাঁও কনজুল উলুম মাদরাসার পরিচালক মাও আবু বক্কর, মুরাদপুর আলী ইবনে আবি তালিব মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও আব্দুল মান্নান, জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ হোসাইন আহমদ, ক্বারী নোমান জাহাঙ্গীর, চাম্বল বড় মাদরাসার শিক্ষক মাও ছালেকুজ্জামান, বৈলগাঁও কনজুল উলুম মাদরাসার শিক্ষক ক্বারী মাও নাছির উদ্দিনসহ অসংখ্য মাদরাসার শিক্ষক ও তাঁহার অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।