ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় এসি বাস থেকে ১০ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

সালাহউদ্দিন কাদের:

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মুহাম্মদ জাহাঙ্গির (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো-ব-১১-৫০৮২) তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গির পাবনা জেলার আমিনপুর উপজেলা রূপপুরের তালিমনগর এলাকার আবদুল বাতেনের পুত্র।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান সিএনএনবাং২৪কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের এসি বাসে মো. জাহাঙ্গির নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে আটক করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: