আবদুল হাকিম রানা,পটিয়া :
চট্রগ্রামের পটিয়ায় নুসরাত জাহান সায়মা (১৫) নামের এক স্কুলছাত্রী ঘরের চালের সাথে গলায় ওড়না পেচিয়ে (ফাঁস লাগিয়ে) আত্মহত্যা করেছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ২নং ওয়ার্ড খানমোহনা এলাকায় এ ঘটনা ঘটে। সায়মা ওই এলাকার আবদুল মন্নানের মেয়ে।সে পৌরসদরের খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সায়মার মামা আকিব উদ্দিন ওপেল বলেন, সায়মার বাবার সাথে তার মায়ের পারিবারিকভাবে অমিল থাকায় ছোট বেলা থেকে পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ ওছি উদ্দিন সওদাগরের বাড়ি এলাকায় নানার বাড়িতে বড় হয় সায়মা।
পটিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) জসীম উদ্দিন জানান, স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।