ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে প্রতারণার দায়ে চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত একজন চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান এ কারাদন্ড প্রদান করেন।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলার গুনাগরী ঋষিধাম গেইট সংলগ্ন মেসার্স বাঁশখালী ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করে ফার্মেসীর স্বত্বাধিকারী চিকিৎসক মোঃ ইউনুছ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সে বাত, ব্যাথা, মেডিসিন, মা ও শিশু রোগে বিশেষজ্ঞ চিকিৎসক বলে দীর্ঘ ১১ বছর যাবত রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এসময় চিকিৎসায় ব্যবহৃত ল্যাপট জব্দ করে, সে সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানান।

এ সময় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি জানিয়েছেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪