ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বড়দিন, শান্তির প্রার্থনা

বরিশাল প্রতিনিধি :

বরিশালে সবার মঙ্গল আর শান্তির প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় এ উপলক্ষে নগরীর সদর রোডে ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শুভ বড়দিনে হিংসা ভুলে সকলে একসঙ্গে সুখে শান্তিতে থাকার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এখানে ফাদার লাজারুস গোমেজ মঙ্গল সমাচার পাঠ করেন। প্যারিস হল ঘরে এই খ্রিস্টযাগের পর তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বড়দিনের শুভেচ্ছা জানান।

এ সময় অনুষ্ঠানে যোগ দেওয়া খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলেন, কোনো ধর্মেই যুদ্ধ বা হিংসা সমর্থন করে না। সবার মঙ্গল কামনা, শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়েছে। ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে সমাজের বসবাসের জন্যও প্রার্থনা করা হয়েছে।

বড়দিন উৎসব উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে আলোকসজ্জাসহ রঙিন সাজে। এর ভেতরের অংশ সাজানো হয়েছে বিভিন্ন জরি ও ক্রিসমাস-ট্রি দিয়ে।