ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএমএস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন চেয়ারম্যান নবী চৌধুরী

স্টাফ রিপোর্টার, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে বর্তমান ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ও বিগত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহসিন বাবুলের প্যানেলে টানটান উত্তেজনা বিরাজ করে আসছিল কয়েকদিন ধরে।

 

সব জল্পনা কল্পনা শেষে নির্বাচনী ফলাফলে নবী হোছাইন চৌধুরী ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। মহসিন বাবুল পেয়েছেন ২ ভোট।