ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে দিনব্যাপি আয়োজনে শেখ রাসেল শিশু-কিশোর উৎসব

বার্তা পরিবেশক :

 

ঈদগাঁওতে শেখ রাসেল শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের কনিষ্ঠ সন্তান জাতিপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কক্সবাজার বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের উদ্যোগে মঙ্গলবার গোমাতলী উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো- লিখন, চিত্রাংকন, কবিতা, শেখ রাসেলের জীবন ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।শেখ রাসেল শিশু-কিশোর উৎসবে প্রধান অতিথির বক্তৃতা করেন- কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা শিশুসাহিত্যিক মো. নাছির উদ্দিন।

 

উদ্বোধন করেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গোমাতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল। কক্সবাজার বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মুখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন- শেখ রাসেল বেঁচে থাকলে, বাংলাদেশে চিন্তা, দর্শন ও শিশু অধিকারের জন্য মানুষকে হাহাকার করতে হতো না। শিশু হত্যা মানবাধিকারের চরম লংঘন। একাত্তরের পরাজিত শক্তিই পঁচাত্তরে শেখ রাসেলকে হত্যা করে মানবাধিকার ভুলুণ্ঠিত করেছে। শেখ রাসেল এদেশের প্রতিটি শিশুর মাঝে এখনো বেঁচে আছে , থাকবে।

 

শেখ রাসেল শিশু-কিশোর উৎসব উদযাপন পর্ষদের যুগ্ম-আহ্বায়ক আবৃত্তিকার মিনহাজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তাহের হেলালী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম,সিনিয়র সহকারী শিক্ষক নজরুল ইসলাম। কক্সবাজার বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয় যৌথভাবে শেখ রাসেল শিশু-কিশোরে উৎসব আয়োজন করে। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ৮০ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু ও শেখ রাসেল বিষয়ক বই প্রদান করা হয়।

সিএনএন বাংলা২৪