ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে এক লক্ষ বৃক্ষরোপণ করা হবে

কর্ণফুলী প্রতিনিধি

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি- এই প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে উপজেলা এনজিও সম্বনয়ক ওসমান হোসাইনের সঞ্চালনায় উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত হয়।

আরোও খবর<..কর্ণফুলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমদ, সহকারি কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী, জুলধা ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা এমএন ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সবুর।

বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও
আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক সেক্টর থেকে সম্মিলিতভাবে এগিয়ে এলে কর্ণফুলী উপজেলায় এক লক্ষ বৃক্ষরোপণ করা সম্ভব।

 

সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- সকলের সহযোগিতায় কর্ণফুলীর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে। ইতোমধ্যে ৩টির কাজ শেষ পর্যায়ে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: