ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্রগ্রাম পাহাড়তলীতে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

চট্টগ্রাম অফিস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের ৪৮তম শাহাদাত বার্ষিকী চট্টগ্রামের বি-ইউনিট ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের ফয়ে’স লেক পার্কিংস্থ সংগঠনের কার্যালয়ের সামনে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি মোঃ জুলফিকার আলী মাসুদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর কবির নয়নের সঞ্চালনায় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সরোয়ার মোর্শেদ কচি, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ জহুরুল আলম জসিম, যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুদ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল বাচ্চু, আওয়ামী লীগ নেতা আনছার আলী, মোঃ ফাহিম উদ্দিন, খোকন শীল, মোহাম্মদ উল্লাহ আল মামুন, শামীম আহমেদ সুমন, আবু নোমান নাহিদ, মোঃ সেলিম বাদশা, ইয়াছিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা সিদ্দীকা, লাকী আক্তার, কাউছারা বেগম, যুবলীগ নেতা মোঃ নাইমুর রহমান নাঈম, মোঃ কালাম, মো: আরজু, মোঃ আলী, শ্রমিক লীগ নেতা মোঃ সেলিম, মোঃ রবি, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানে জাতীয় শোক দিবসে সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪