ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা সন্ত্রাসী রহমতুল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া থ্যাংখালীর বটতলী ঠান্ডাজোড়া এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী রহমতুল্লাহকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ।

 

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ,১০ অক্টোবর রাত ৯.৩৫ টায় র‌্যাব দুর্ধর্ষ সন্ত্রাসী, পাহাড়ী ডাকাত রহমতুল্লাহকে গ্রেফতার করে । রহমত উল্লাহ (৩৮), মিয়ানমার নাগরিক জাকারিয়া এর পুত্র ।

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প ২০ নম্বরের এক্সটেনশন, ব্লক- এস-১, বি-৩ বাসিন্দা ।

 

এসময় ১টি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন এবং ৪টি সীম উদ্ধার করা হয়েছে।

 

উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪