ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সাঈদীর জানাজা ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বেশ ক’জন আটক

ইকরা তৌহিদ মিম

চট্টগ্রামে জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় জামায়াতে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকায় বিকেল সোয়া চারটার দিকে এই ঘটনা ঘটে।

এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর ওয়াসা মোড় এলাকায় ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জামায়াতের নেতাকর্মীরা ওয়াসার মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরের ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজার নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশ জমিয়তুল ফালাহর প্রধান গেট আটকে দিলে নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়।

 

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক। জামায়াত- শিবিরের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে মোট কতোজনকে আটক করা হয়েছে তা পরে জানানো হবে বলে জানান তিনি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪