ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ওসমান হোসাইন,

রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ মিলায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের ৬টি স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

আইন নয়, সামাজিক মূল্যবোধই দুর্নীতি নির্মূলের প্রধান হাতিয়ার- শীর্ষক এই প্রতিযোগিতা শেষে দৌলতপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ জসিম উদ্দিন টিপু।

 

এইচ এম কাদের,সিএনএনবাংলা২৪: