ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা

হোসেন বাবলা, চট্টগ্রাম :

চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯, ১০ ও ১১ আসনের প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। সভায় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ ছালাম, জাপার সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম -৯ আসনে আঃ লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম, তৃণমূল বিএনপির প্রার্থী ফেরদৌস বশির, ইসলামিক ফ্রন্টের মাওঃ মোঃ ওয়াহেদ মুরাদ, চট্রগ্রাম -১১ এর স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন, দীপক পালিত।

সভায় তোফায়েল ইসলাম বলেন, সকল প্রার্থীকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করতে হবে। কোন প্রার্থী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বেআইনী কর্মকান্ড থেকে বিরত থাকতে জোরালোভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।