ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে দিনদুপুরে শিক্ষিকার বাড়িতে চুরি

ওসমান হোসাইন, কর্ণফুলী:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় ১নং ওয়ার্ডে কর্ণফুলী সেতুর টুলবক্স সংলগ্ন হাবিব ভবনের দোতলায় চরলক্ষ‍্যা মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরিন আকতারের বাসায় চুরি সংঘটিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টায় শিক্ষিকা শিরিন আকতারের বাসায় কেউ না থাকার সুযোগে তালা ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল‍্যবান জিনিসপত্র নিয়ে যায়।

 

শিক্ষিকা শিরিন আকতার বলেন- ‘আমি বিদ‍্যালয়ে ছিলাম। দুই মেয়ে কলেজে এবং স্বামী সকালে চট্টগ্রাম শহরে যান। আমার মেয়ে কলেজ থেকে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পায়। তিনি আরও জানান, এনজিও থেকে সিএনজি ক্রয় করার জন্য নেওয়া ঋণের টাকা, মেয়ের ও আমার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে চোরেরা।

 

খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ উপস্থিত হয়ে চুরির আলামত দেখতে পান। রাতেই ওই শিক্ষিকা কর্ণফুলী থানায় চুরির অভিযোগ দাখিল করেছেন।

 

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন- ‘আমি নিজেই উক্ত বাসা পরিদর্শন করেছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি চোর শনাক্ত করে গ্রেফতারের।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪