ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবর্ধিত হলেন দক্ষিণ হালিশহর চেস ক্লাবের সদস্যরা …

ক্রীড়া ডেস্ক,চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম এর সাথে (সিজেকেএস)জেলা ক্রীড়া সংস্থা কার্যলয়ে সিসিপিএ আয়োজিত দাবা লিগে চ্যাম্পিয়ান দক্ষিণ হালিশহর দাবা ক্লাবে দলের অধিনায়ক ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীরের নেতৃত্বে দলের খেলোয়াড় সহ সৌজন্যে সাক্ষাৎ করেন।

 

গতকাল ১১মে সন্ধ্যায় সাক্ষাৎ কালে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য দিদারুল আলম, সিজেকেএস দাবা কমিটি যুগ্ম সম্পাদক ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক, সিসিপিএ সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আব্দুল মালেক, দক্ষিণ হালিশহর চেস ক্লাবের সহ-সভাপতি সভাপতি মোঃ শামীম আহমদ, সহ সভাপতি মোঃ নূরুল ইসলাম ইছা ,সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান,যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিন হালিশহর ক্লাবের প্রশংসা করে বলেন, আমি চাই এভাবে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষে আরও ব্যাপক আয়োজন করে দাবা খেলার জন্য আগ্রহ বাড়াতে স্কুল এবং গ্রাম পর্যায়ে খেলাধুলার প্রচলন শুরু করা।

 

সিজেকেএস দাবা কমিটির মাধ্যমে অত্র ক্লাব কে সহায়তা করার কথা বলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।