ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়ি থানার বিশেষ অভিযানে  ৯ আগষ্ট দিবাগত রাতে তিনটহরী বাজারে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মুনারাম তনচংগ্যা (৪৫) ও শশী কুমার চাকমা (৩৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

৩০ কেজি গাঁজাসহ এদের আটক করেন এসআই এন্তেজারু হক।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনছারুল করিম বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

গ্রেফতার আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে। মানিকছড়ি থানা এরিয়ায় মাদক নির্মুলে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪