ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই কারবারি আটক হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ঈদগাঁও গরু বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নির্দেশে এস আই মো. নোমান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃত মাদক কারবারিরা হলেন বান্দরাবনের নাইক্ষ্যংছড়ি সদর উপজলোর মৃত আবদুল মালেকের ছেলে নেজাম উদ্দিন (২৫), অপরজন একই উপজেলার মো: রফিলের ছেলে মো: জাকারিয়া (১৯)।

ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।