ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“মাদক-কিশোর গ্যাং ও বাল্য বিবাহ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে,ব্যারিষ্টার শওগাতুল

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার সংস্থা (সিপিআরএস)বিভাগীয় কমিটির উদ্যোগে মাদক,কিশোর গ্যাং,বাল্য বিবাহ বিরোধী এক আলোচনা সভা সম্প্রতি মধ্যম হালিশহর ৩৮ নং ওয়ার্ড়ে ফাতেমা কনভেনশন সেন্টারে সংগঠনের সা: সম্পাদক মোঃ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে, মহিলা সম্পাদিকা আয়শা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আঃলীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারন সম্পাদক ,বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খাঁন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আঃ লীগের এর সাংগঠনিক সম্পাদক,শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সম্পাদক অধ্যক্ষ মোঃ কামরুল হোসেন,মোঃ মাইনুল ইসলাম সহ-সভাপতি( সি পি আর) এস,শওকত আলী খান বাদল সিঃ যুগ্ন সাধারন সম্পাদক (সিপিআএস),মোঃ সেলিম যুগ্ন সাধারন সম্পাদক ৪১ নং ওয়ার্ড় আঃলীগ সদস্য শিকড় ফাউন্ডেশন ,মোঃ মোরশেদ আলম ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ৩৮ নং ওয়ার্ড় আঃলীগ, মোঃমোজাম্মেল হক মেম্বার ৩৮ নং ওয়ার্ড,,বিশিষ্ট বীমাবিদ, শিক্ষা সংগঠক মোঃ মনিরুল ইসলাম (মনির),মানবাধিকার কমিশন বন্দর থানার সভাপতি,সাংগঠনিক সম্পাদক -শিকড় ফাউন্ডেশন,মানবাধিকার কমিশন ইপিজেড থানা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল,ফারজানা শিরিন মুন্নি সভাপতি ৩৮ নং ওয়ার্ড় মহিলা আওয়ামীলীগ,স্বপ্না বেগম সাধারন সম্পাদক ৪১ নং ওয়ার্ড় মহিলা আওয়ামী লীগ, মোঃ ইদ্রিস, রফিকুল ইসলাম টিপু,মোঃ বেলাল সহ স্থানীয় মানবাধিকার ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,দেশ ও সমাজ থেকে বর্তমানে মারাত্মক সামাজিক ব্যথি মাদক-জুয়া, ইভটিজিং,বাল্য বিবাহ এবং কিশোর গ্যাংদের প্রতিরোধে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।

 

 

এইচ এম কাদের,সিএনএনবাংলা২৪: