ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যরাতের অগ্নিকান্ডে বাঁশখালীতে বসতঘর পুড়ে ছাই

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যরাতে অগ্নিকান্ডে এক বসতঘরের সর্বস্ব পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবার।

 

বুধবার দিবাগত রাত (১৩ সেপ্টেম্বর) সাড়ে ১২টার সময় ঘটনাটি ঘটেছে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মরহুম মাওলানা আব্দুর রউফের বাড়িতে।

 

ক্ষতিগ্রস্থ আব্দুল মোমেন বলেন, ‘আমরা বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি আগুনে জ্বলছে বসতঘর। আমি ছোট বাচ্চাকে নিয়ে কোনরকমে বেড়িয়ে পড়ি। ততোক্ষণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আমি মালয়েশিয়া যাওয়ার জন্য নেওয়া ঋণের ৮০ হাজার টাকাসহ আত্মীয়স্বজনের নিকট থেকে ধার নেওয়া মোট ২ লক্ষ ৬০ হাজার নগদ টাকা পুড়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস এসে প্রায় রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে আমার নগদ টাকা, পাসপোর্ট, ফ্রিজসহ বসতঘরের সবকিছু পুড়ে যায়। সবমিলিয়ে আমার ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মাটির দেয়ালের টিনের চালার বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আযাদুল ইসলাম বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছি। দীর্ঘ ১ ঘন্টা ধরে ফায়ার সার্ভিস টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪