ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক ও ফুটপাতের দোকান উচ্ছেদে চসিকের অভিযান

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম: নগরের চান্দঁগাও থানার বহদ্দারহাট ও ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্স এলাকায় সড়ক ও ফুটপাতের ওপর থেকে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চসিক।

 

সোমবার (৮ এপ্রিল) এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেমও অংশ নেন। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, উচ্ছেদ অভিযানের মাধ্যমে সর্বসাধারণের চলাচলের পথ উম্মুক্ত করা হয়েছে।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে চসিকের কর্মকর্তা -কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চান্দঁগাও থানা পুলিশ সহায়তা দেন।