ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করলেন নূরে আলম মিনা

বিশেষ প্রতিনিধি:

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব নিয়ে চট্টগ্রামে ফিরেছেন চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার নূরে আলম মিনা।

রোববার সকালে তিনি চট্টগ্রাম রেঞ্জের ৬১তম উপ–মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি রংপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দায়িত্ব গ্রহণের আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের জন্য নির্মিত জাগ্রত ৭১ ও রণবীর ৭১- এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪: