ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইপিজেডের কাজীর গলি মুন্সী পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস:

নগরীর ইপিজেড এলাকায় পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৩ মে) বিকেল ৪টার দিকে দক্ষিণ হালিশহর কাজীর গলিস্থ মুন্সী পুকুরে এ ঘটনা ঘটে।

মোঃ সামিদুল নামের এই শিশু দৌলত মালুম বাড়ির মোঃ শাহজাহানের কনিষ্ঠ পুত্র।স্থানীয়রা জানান, শিশুটি খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।

এক পর্যায়ে মুন্সি পুকুরে সামিদুলকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তখন তাকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।