ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

সিএনএন বাংলা২৪,মেহেরপুর:

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম তাসলিমা খাতুন (৩১) ও তার ১৬ মাস বয়সী শিশু কন্যার নাম মাহী আক্তার। নিহত তাসলিমা ও মাহী হাড়াভাঙ্গা গ্রামের মিন্টু রহমানের স্ত্রী ও কন্যা।

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। সেখানে শুনেছি শিশু কন্যা মাহী ঘরে খেলতে খেলতে বিদ্যুতায়িত হয়। তখন মাহীকে ছাড়াতে গিয়ে মা তাসলিমাও বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম হুসাইন মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ের দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

গাংনী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, বিষয়টি স্থানীয়রা থানায় অবহিত করলে ওসি ঘটনাস্থলে যান। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: