নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর বন্দর থানার ধূমপাড়া,রেললাইন এলাকায় রোববার (১৭ সেপ্টেম্বর )রাত ৩ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ অগ্নিকাণ্ডে ৫০টির অধিক দোকান ঘর পুড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা।
স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন শেষরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্হানীয় জনসাধারণসহ দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সূত্র জানতে পারিনি বন্দর ফায়ার সার্ভিস স্টেশন।
বন্দর থানার অফিসার ইনচার্জ সন্জয় কুমার সিন্হা বলেন,হালিশহর টেকের মোড় মধ্যম পুলিশ ফাঁড়ী থেকে ১০০০ গজ সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস টিম আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের ছাউনি ও বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
স্হানীয় ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ জানান।