ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ আগস্টের ঘাতকদের নৃশংসতার সাথে কারবালার সাদৃশ্যতা রয়েছে: পটিয়ার মেয়র আইয়ুব বাবুল

আবদুল হাকিম রানা, পটিয়া

পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেছেন, এজিদ বাহিনী কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (র:)কে শহীদ করার আগে ৬ মাসের শিশুকেও যেমন হত্যা করেছিল, ঠিক তেমনি ৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তারপরিবারকে শহীদ করার সময় শিশু রাসেলকেও এদেশের স্বাধীনতাবিরোধী চক্র নির্মমভাবে হত্যা করেছিল। যা বিশ্বব্যাপী মানবতা লংঘনের এক ঘৃণিত দলিল।তিনি বলেন সেদিনের এজিদ বাহিনী ও ৭৫ এর ১৫ আগষ্টের বঙ্গবন্ধুর খুনিদের সাথে এক সাদৃশ্য মিল রয়েছে। তাই যুগে যুগে এজিদের মতো এদেশের খুনিদেরকেও বিশ্ববাসী ধিক্কার জানাবে।

তিনি ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে আরো বেগবান করতে আবারো শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে এ শোকের মাসে শপথ নেওয়ার আহবান জানান।

 

তিনি গতকাল পটিয়া পৌরসভার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মহান জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। জাতীয় শোক দিবস উদযাপন উপ কমিটির আহবায়ক কাউন্সিলর গোফরান রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী নেজামুল হক, বিধান দাশসহ বিভিন্ন পেশাজীবি নেতারা। এতে কয়েকশ’ প্রতিযোগী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪