ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু টানেলের টোল নির্ধারণ, কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

সিএনএন বাংলা২৪ :

দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ব্যবহারে টোলের পরিমাণ নির্ধারণ করেছে সেতু বিভাগ। ব্যবহারের জন্য অনুমোদিত শ্রেণির যানবাহনের টোল সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (১৩ জুলাই) এ টোল নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার, জিপ এবং পিকআপ ভ্যানের জন্য ২০০ টাকা, মাইক্রোবাসের জন্য ২৫০ টাকা, বাস (৩১ আসন বা এর কম) ৩০০ টাকা, বাস (৩২ আসন বা বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫.১ টন থেকে ৮ টন পর্যন্ত) ৫০০ টাকা, ট্রাক (৮.১ থেকে ১১ টন) পর্যন্ত ৬০০ টাকা, ট্রাক/ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক/ট্রেইলার (৪ এক্সেল) ১০০০ টাকা এবং ট্রাক/ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ১০০০ টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার তারিখ থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। টানেলটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

প্রকল্পের অংশ হিসেবে প্রধান বন্দর নগরী চট্টগ্রাম ও কর্ণফুলী নদীর পশ্চিম পাশকে নদীর পূর্ব দিকে এবং আনোয়ারা উপজেলার সঙ্গে যুক্ত করে ৭৪০ মিটার দৈর্ঘ্যর এ টানেল নির্মাণ করা হয়েছে। টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে আনবে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা ২৪