ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার কদমতলী ফ্লাইওভারে টেম্পোর ধাক্কায় মুজিবুল হক (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। একই ঘটনায় মো. জসিম উদ্দিন (৪৫) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে,নিহত মো. মুজিবুল হক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মৃত বদিউল আলমের ছেলে।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, কদমতলী ফ্লাইওভারে টেম্পোর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪